সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের নেতৃত্বে অসামাজিকতার একটি আস্তানা উচ্ছেদ করেছে পুলিশ।
রবিবার রাতে দক্ষিণ সুরমা ফাড়ি পুলিশ নিয়ে তিনি কদমতলীস্থ লন্ডন রেষ্ট হাউজ নামীয় মিনি নিশিবালাদের আস্তানা উচ্ছেদের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে অভিযান শুরু করেন। অভিযানে লন্ডন রেষ্ট হাউজের ম্যানেজার সুনামগঞ্জ সদর থানার জয়নগর ইউনিয়নের মুরারবন গ্রামের আব্দুল হান্নানের পুত্র গোলাম কিবরিয়াকে আটক করা হয়।
আস্তানা থেকে প্রেমা,আলো,বৃষ্টি ও সুমি নামের আরো চার যৌনকর্মীকে আটক করা হয়। লন্ডন রেষ্ট হাউজ যে ভবনে অবস্থিত সেই ভবনের মালিক আমেরিকা প্রবাসী আছকর আলী। তিনি আমেরিকায় অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বেলাল নামীয় এক ব্যক্তি ভাড়া নিয়ে লন্ডন রেষ্ট হাউজ নামের আড়ালে অসামাজিকতার আস্তানা তৈরি করেছে। বেলালের সাথে ম্যানেজার কিবরিয়া ও এই অপকর্মের সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়। উল্লেখ্য ২৬ নং ওয়ার্ডের ভেতরে থাকা আবাসিক ও অনাবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের ব্যবসা পরিচালনা করছে একটি চক্র। ঐ চক্রের সাথে স্থানীয় কয়েকজন যুবক জড়িত বলে জানা যায়। কেউ কেউ সরকার দলীয় একটি সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে চালাচ্ছে পাপাচার। এদের কারণে এলাকার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশের পাশাপাশি এ রকম অভিযান নিয়মিত চালানোর জন্য প্রশাসন ও কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের হস্তক্ষেপ কামনা করেন। প্রেস-বিজ্ঞপ্তি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd