জগন্নাথপুর ও নবীগঞ্জ সীমান্তে মন্ত্রী-এমপিদের মিলন মেলা

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

জগন্নাথপুর ও নবীগঞ্জ সীমান্তে মন্ত্রী-এমপিদের মিলন মেলা

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সীমান্তে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সিলেট অঞ্চলের মন্ত্রী-এমপিদের মিলন মেলা হয়েছে। এক সাথে একাধিক মন্ত্রী-এমপিদের পেয়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনতাদের মধ্যেও আলাদা আমেজ বিরাজ করে। ২৯ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠান একাধিক মন্ত্রী-এমপিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী, সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ ৪ আসনের এমপি মুহিবুর রাহমান মানিক, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার।

বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রাহমান মকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক জন্ম জয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম প্রমূখ।

এ সময় সহকারি পুলিশ সুপার পারভেজ আলম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিন, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক কাজী উয়াদুল কাদের হেলাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রাহমান স্বপন, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী সুন্দর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল তাহিদ, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রাহমান হাবিব, জগন্নাথপুর উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক আবদুল বারিক, ইনাতগঞ্জ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সভাপতি আশাহীদ আলী আশা, সাধারণ সম্পাদক শেখ জামাল আহমদ, পাইলগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম-আহবায়ক কয়ছর রশিদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু, ইনাতগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুবেল আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের জোয়ার চলছে। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ হচ্ছে। এরই ধারাহিকতায় এবার বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই সহ নগদ টাকা দেয়া হবে। এটা সরকারের বড় সাফল্য। শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে সরকার যুগান্তকারি উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। শুধু শিক্ষকদের নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে অবদান রাখতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..