সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট ৫নং বড়চতুল ইউপির ১নং ওয়ার্ডের উপর বড়াই গ্রামের ফারুকের বাড়ী হইতে বাগরআগন পর্যন্ত মুখী রাস্তা সিসি ঢালাইয়ে নিম্ন মানের কাজের অভিযোগ এনেছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অনুমান দেড়মাস পূর্বে রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে ঢালাইয়ের বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি সহ তলিয়ে গেছে। জানা যায় চলতি বছরে এল.জি.এস.পি’র আওতায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ৪৩৭ মিটার রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সঠিক মতো সিডিউল মোতাবেক না হওয়ায় গত ৫/১০/১০১৯ইং তারিখে এলাকাবাসীর পক্ষে মইন উদ্দিন, জিল্লুর রহমান, আব্দুস শুকুর সহ ১৯ জন স্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়। অভিযোগকারীরা জানিয়েছেন রাস্তার কাজ সঠিক ভাবে করা হয়নি। তড়িগড়ি করে অনিয়ম দূর্নীতির আশ্রয় নিয়ে নি¤œ কাজ করা হয়েছে। কাজের ঠিকাদার মাটি সঠিক ভাবে ড্রেসিং না করা সহ পর্যাপ্ত পরিমান সিমেন্ট না দেওয়ায় এবং ভাঙ্গা পাথর কম দেওয়ায় ও বালু বেশি দেওয়ার কারনে রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে সিসি ঢালাইয়ের বিভিন্ন জায়গা ফাটল ও তলিয়ে যাচ্ছে। অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ রাস্তার কাজের স্থল পরিদর্শন করেন। এব্যাপারে তদন্ত পূর্বক রাস্তার কাজে অনিয়ম দূর্নীতির বিষয়টি তদন্ত করে সঠিক ভাবে রাস্তার কাজ সম্পন্নের দাবী জানিয়েছেন তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd