সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন তৃণমূলের মানুষের কাছে নাগরিক সেবাসমুহ দ্রুত পৌঁছে দিতে পর্যায়ক্রমে প্রত্যেক ইউনিয়ন পরিষদে নিজস্ব ভবন নির্মাণ করছে। মন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ইতিমধ্যে প্রত্যেক ইউনিয়ন পরিষদে একটি করে ডিজিটাল সেন্টার স্থাপিত করা হয়েছে। ইউনিয়ন পরিষদের কমপ্লেক্সে নাগরিক সেবা সমুহের মধ্যে স্বাস্থ্যসেবা, কৃষি, সমবায়, সমাজসেবা,গবাদি পশুর চিকিৎসা উল্লেখযোগ্য। সাধারণ মানুষের ভোগান্তি ক্ষমতে সরকার এসব সেবা সমুহ ইউনিয়ন কমপ্লেক্সে প্রদান করেছে।
তিনি শনিবার বিকাল তিনটায় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে ১ কোটি ৮ লাখ টাকা ব্যায় নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন কালে এসব কথা বলেন।
৬ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সহসভাপতি মো: গোলাপ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ইসমাইল আলী,সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান্হনংঢ়; এস কামরুল হাসান আমিরুল্হনংঢ়; মোঃ ফরিদ আহমদ শামীম, উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নজরুল ইসলাম, আলাউদ্দিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ লোকমান, শহীদ উল্লাহ, লুৎফুল হক,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাস্টার নুরুল ইসলাম, বশির উদ্দিন, ইউনিয়ন পরিষদের সদস্য ইছা মিয়া, বদরুল ইসলাম, এখলাছুর রহমান, উপজেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম, আব্দুল কাদির, সালেহ আহমদ। রাশিদ আলী, তাজ উদ্দীন, গোলাম কিবরিয়া রাসেল সুক,আব্দুল আল রহমান,শরীফ আহমদ, সাদ উদ্দিন, উপজলা ছাত্র লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী সাবুল, সদরুল ইসলাম মাহফুজুল কিবরিয়া মাহফুজ, মুহিবুর রহমান, সাফওয়ান,মামুন,শামীম, ইয়াহিয়া, মারুফ, ফয়সাল, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শফিকুর রহমান, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ, ইকবাল আহমদ প্রমূখ।বিকাল সাড়ে ৪ টায় মন্ত্রী ফতেহপুর ইউনিয়নের চৌমুহনী – দারা বাজার নবনির্মিত পাকা সড়কের উদ্বোধন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd