মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন ছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৯

মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন ছাত্রীর মৃত্যু

ক্রাইম সিলেট ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুইদিন চিকিৎসাধীন থাকার মারা গেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আকলিমা আকতার জুলিয়া ওরফে জুঁই (২৫)।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান বলেন, সোমবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

গত শনিবার সকালে কাজীপাড়ার বাসা থেকে রাইড শেয়ারিংয়ের মোটর সাইকেলে ফার্মগেইটে যাওয়ার পথে বিজয় সরণী মোড়ে মোটর সাইকেল থেকে পড়ে আহত হন জুঁই।

ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী জুঁই পড়ালেখার পাশাপাশি ফর্মগিইটের একটি কোচিং সেন্টারে পড়াতেন। ওই কোচিং সেন্টারে যাওয়ার পথেই দুর্ঘটনায় পড়েছিলেন তিনি।

জুঁইয়ের বাবা আবুল কালাম বলেন, “দুর্ঘটনায় মাথায় আঘাত লাগায় সে অচেতন ছিল। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে সোমবার সকালে সে মারা যায়।”

এই ঘটনায় কারও বিরুদ্ধে তার অভিযোগ নেই বলে জানান আবুল কালাম।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনা খবর জানার পর তারা খোঁজখবর নিয়েছেন, এ বিষয়ে তারা কোনো অভিযোগও পাননি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2019
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

সর্বশেষ খবর

………………………..