সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
জাকির মনির :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার প্রবাসী অধ্যুষিত দ্বহপাড়া গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী জাবেদ আহমদের বাড়ীতে বৃহস্পতিবার সকালে প্রবাসী পরিবারগুলোর শতাধিক নারী সদস্যদের উপস্থিতিতে এক উঠান বৈটক অনুৃষ্ঠিত হয়।
জাতীয় মহিলা সংস্থা জুড়ীর আয়োজনে তথ্যসেবা কর্মকর্তা তথ্যআপা নিলুফা ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার জসিম উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাল্যবিবাহ প্রতিরোধ ক্লাবের চেয়ারম্যান বাংলাটিভির রিপোর্টার জাকির হোসেন মনির, সহকারী তথ্যসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার ও রাশেদা বেগম, আনোয়ার হোসেন মঞ্জু ইউ,পি সদস্য সহ অনেকেই।পরে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে ৫০-জন সদস্যকে সম্মানী দেওয়া হয়। তথ্যসেবা কর্মকর্তা তথ্যআপা নিলুফা ইয়াসমিন জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক জাতীয় মহিলা সংস্থা”র তথ্যআপা ” ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়ে) মফস্বলের কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকারে তথ্যপ্রযুক্তি সেবা প্রদান করে নারী ক্ষমতায়নকে ত্বরান্বিত করার জন্য কাজ করছি আমরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd