সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাইমারা হাওর গ্রামে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পারভীন আক্তারের বসত বাড়িতে আগুন লেগে টিনসেট ঘরসহ ঘরে থাকা মালামাল পুড়ে যায়। এতে প্রায় ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানায়।
ক্ষতিগ্রস্থ পারভীন আক্তারের বোন নাসরিন জানায়, আমার বোন পারভিনের সাথে একই গ্রামের কয়েক জনের সাথে পারিবারিক ও অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে গতকাল রাতে তারা একত্রিত হয়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে আমরা সন্দেহ করছি। আগুনে আমাদের টিনসেট ঘরটি ও সম্পূর্ণ পুড়ে যায়। এসময় ঘরে থাকা নগদ অর্থ, ১০মন ধান, আসবাব পত্র ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।
আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পারভীন আক্তার (৩৫) ও তার মা মমতাজ বেগম (৬০) আগুনের তাপে তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়, তাদেরকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন, এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd