সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
সিলেট :: সিলেটে ফটো সাংবাদিক রেজা রুবেলের চুরি হওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ। শাহপরাণ (রহ:) থানা পুলিশের অব্যাহত সাড়াশি অভিযানে ২২ ডিসেম্বর রোববার দিবাগত রাতে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার হতে দৈনিক শ্যামল সিলেট ও সিলেট প্রতিদিন ২৪ডটকমের ফটো সাংবাদিক রেজা রুবেলের চুরি যাওয়া প্যাশন-প্রো মোটর সাইকেল এবং সিলেট আয়কর অফিসে কর্মরত হিফজুর রহমানের চুরি যাওয়া ডিসকভার মোটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেন।
শাহপরাণ থানার ওসি আব্দুল কায়ুইম চৌধুরী নির্দেশে সাংবাদিক রেজা রুবেলের চুরি হওয়া গাড়ি উদ্বার করা হয়।
এর আগে শনিবার (২১ ডিসেম্বর) পুলিশের অভিযানে গোলাপগঞ্জ থেকে ৩টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ২ চুর চক্রের সদস্যকে আটক করে।
গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বিদায়টিকর গ্রামে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে আসামী মনোয়ারুজ্জামান ইমন উরফে শাকিল আহমদ (২৩) ও ইকবাল আহমদকে আটক করা হয়। পরে শাকিলের বসতঘর থেকে মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা, যাহার হুডের পিছনে “মামুন, ইমন, মীম পরিবহন” লেখা, একটি লাল রংয়ের টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। পরে শাকিলের তথ্য মতে ওসমানীনগর থানাধীন অপর আসামী ইকবাল আহমদের বসতঘর থেকে চুরি যাওয়া মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ এবং মোটরসাইকেল এর ৪টি ডিজিটাল নম্বর প্লেইট, একটি মোটরসাইকেল এর সামনের অষ্পষ্ট “খবর ওয়ালা প্রেস লেখা ১টি নম্বর প্লেইট, ৯টি চাবি এবং একটি কালো রংয়ের টিভিএস ১১০ সিসি মোটরসাইকেল করে জব্ধ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১১, তারিখ-২১/১২/২০১৯খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd