সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার চন্দ্রছড়িস্থ সৈয়দ নাছির উদ্দিন সিপাহ্সালাহ্ মদনী (রহঃ) এর অধস্থন পুরুষ হযরত শাহ সৈয়দ অছি উল্লাহ উরপে হযরত সৈয়দ শাহ ডুমন চিশ্তী নিজামী ডুমনী (রহঃ) এর ঐতিহাসিক পবিত্র ওরস উপলক্ষে সোমবার (২৩ ডিসেম্বর) ২য় বারের মতো হবিগঞ্জে আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আসরাফুল আলম (হিরো আলম)। হিরো আলম ও তার নাইকা ঝিমু দুই দিন দর্শকদের মাঝে বিনোদন উপহার দিবেন।
ওরস উপলক্ষে এলাকায় চলবে উৎসবের আমেজ।ওরসে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, নরসিংদীসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন হাজার হাজার ভক্ত।
ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গনে নরসিংদীর প্রসিদ্ধ আসবাবপত্র ও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির পসরা নিয়ে বসেছে বৃহৎ মেলা। এখানে জুড়ো হবেন হাজার হাজার লোকজন। এই ওরসে দর্শকদের বিনোদন উপহার দেওয়ার জন্য আসছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও চিত্র নায়ক হিরো আলম। তার সাথে থাকছেন বর্তমান সময়ের মডেল কন্যা নুসরাত জাহান ঝিমু।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd