সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯
বিদায় ২০১৯। আজকের সূর্যাস্ত আরেকটি খ্রিস্টীয় বছরের সমাপ্তির ডাক দেবে। আর আগামীকালের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর।
আজ রাত ১২টা পেরোলেই শুরু হবে নতুন খ্রিস্টীয় বছর ২০২০। আর ভোরবেলাতেই উদয় হবে নতুন বছরের নতুন সূর্য।
আমাদের জীবনের সব কর্মকাণ্ড ইংরেজি সালের গণনায় হয়, তাই খ্রিস্টীয় বছর অনেক গুরুত্ববাহী। সেই বিবেচনায় বিদায়ী বছরটা কেমন গেল তার হিসাব কষবেন অনেকেই।
২০১৯ সালের সর্বশেষ দিন আজ। যার যার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভাবনায় বছরটি নানাভাবে মূল্যায়িত হবে। তবে আমাদের জাতীয় জীবনে বিদায়ী বছরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ বেশ ঘটনাবহুল একটি বছর। নানা ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ এসেছে, ঘটেছে উত্থান-পতনের ঘটনা। তারপরও এগিয়ে যাচ্ছি আমরা।
বিদায়ী এই বছরটাতে নানা কারণে আলোচিত ছিল সিলেট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেট বিভাগ পায় পাঁচ মন্ত্রী। রেলের সিলেট রুটে ঘটে একের পর এক দুর্ঘটনা। প্রাণহানি হয় বিশের অধিক মানুষের। সিলেট থেকে লবণ সংকটের গুজব ছড়িয়ে পড়েছিল সারাদেশে। আর পেঁয়াজ নিয়ে সারাদেশের মতো নাভিশ্বাস ওঠেছিল সিলেটের মানুষেরও।
সিলেটের রাজনীতিতেও চমক ছিল এ বছরে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগে এসেছে নতুন নেতৃত্ব। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন একেবারে নতুন এক মুখ। অন্যদিকে সিলেট জেলা বিএনপি পেয়েছে আহবায়ক কমিটি।
বিদায়ী বছরের শেষ দিকে দারুণ এক সুখবর পায় সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সিসিকের ইতিহাসে সবচেয়ে বৃহৎ এক হাজার ২২৮ কোটি টাকার বরাদ্দ দেয় সরকার। এ টাকা ব্যয় হবে উন্নয়নকাজে।
২০১৯ সালে সিলেট বিভাগে আরো দুটি বড় সুখবর ছিল। এর একটি হলো হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। আরেকটি হলো সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, বিদায়ী বছরে সিলেট বেশ কয়েকজন প্রখ্যাত আলেম-ওলামাকে হারিয়েছে। এছাড়া বিদায় নিয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য সিলেটে আ ন ম শফিকুল হক।
আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে নতুন বছর ২০২০ সাল। এই নতুন বছরে সবার জীবন আরো সমৃদ্ধ হবে, সুখে ভরপুর হবে, এমনটাই প্রত্যাশা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd