সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : জমকালো আয়োজনে জীবনসঙ্গীকে ঘরে এনেছিল বর। তবে সব আনন্দ ম্লান কর দিল আনন্দের মধ্যমণি নববধূ বাসর রাতেই পালিয়ে যাওয়ায়।
এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আজমগড়ে।
দেশটির সংবাদ মাধ্যম জানায়, মধ্যবিত্ত পরিবারের এই বিয়েতে খরচ হয়েছে কয়েক লাখ টাকা। নববধূকে সোনা গয়না, অলংকার, প্রসাধনী দিতে কমতি রাখেনি এই যুবক। পরিবারের সবাই বিয়েতে আনন্দও করে জম্পেশ। খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরবাড়ির সবাইকে অচেতন করে সোনা-গয়না ও নগদ টাকা নিয়ে চম্পদ দেন ‘ঘরের লক্ষ্মী’!
ওই বরের নাম প্রবীণ কুমার। আর ওই কনের নাম রিয়া। রিয়ার বাড়ি আজমগড়ে। বৌ-ভাতের পরদিন সকালে ওই পরিবারের সদস্যদের ঘুম ভাঙলে তারা দেখেন সোনা-গয়নার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রীসহ নববধূ নিখোঁজ।
পুলিশ জানায়, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। নববধূকে খোঁজা হচ্ছে।নতুন বউয়ের অমন কাণ্ডে হতাশ প্রবীণ। বউ যে এভাবে সব হাতিয়ে, পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে পালাবেন, তা কখনও ভাবনায়-ই আসেনি প্রবীণের।
এ ঘটনায় পুলিশ সন্দেহ করছে বিয়ের ঘটক রিংকুকে। রিংকু ওই রাতে বরের বাড়িতেই ছিলেন। সকালে তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পুলিশ ধারণা করছে রিংকু ওই নববধূর সঙ্গে মিলে এ কাজ করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd