সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে কাঁদতে দেখা গেছে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিসহ অন্য স্বজনদের।
রবিবার (৫ জানুয়ারি) বিকালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার বোন সেলিমা ইসলাম। এ সময় গাড়িতে বসে কাঁদতে দেখা যায় আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও মেয়ে জাহিয়া রহমানকে।
এর আগে, বিকাল ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে প্রবেশ করেন তার পরিবারের সদস্যরা। এ সময় তাদের হাতে দুটি ফুলের তোড়া ও একটি ব্যাগ দেখা যায়।
পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন— খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি, নাতনি জাহিয়া রহমান, নাতি শামীন ইসলাম, রাখীন ইসলাম ও নাতনি আরিবা ইসলাম।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের জন্য শীতের পোশাক নিয়ে গিয়েছিলেন স্বজনরা।
বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে প্রায় এক ঘণ্টার বেশি সময় কাটান তার পরিবারের সদস্যরা।
সবশেষ গত ১৬ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন স্বজনরা। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ওইদিন থেকেই কারাবন্দি আছেন খালেদা জিয়া। বর্তমানে অসুস্থতার কারণে তিনি বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd