সিলেটের ‘কমলা’ নিয়ে স্মৃতি কথা শুনালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

সিলেটের ‘কমলা’ নিয়ে স্মৃতি কথা শুনালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

স্টাফ রিপোর্টা :: সিলেটের ‘কমলা’ নিয়ে স্মৃতি কথা শুনিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি বললেন, ‘৫০ এর দশকের প্রথম দিকে যখন প্রাইমারিতে পড়ি; তখন চিন থেকে কমলা আসতনা। সিলেটের কমলাই সারাদেশে যেত। আমাদের বাড়ির পাশ দিয়েই ভৈরবে হয়ে নৌকা করে এসব কমলা নেয়া হতো। তখন ইঞ্জিনের নৌকা ছিলনা, হাতে টানা নৌকায়ই এসব কমলা পরিবহন করা হতো।’

বুধবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাল্যকালের স্মৃতিকথা তুলে ধরে বলেন, ‘আমি চতুর্থ শ্রেণীতে পড়ি; আমাদের বাড়িতে সব মিলিয়ে ৩০-৪০জন মানুষ থাকতেন। যে কারণে বাজার থেকে কমলা আনা হলে কারও ভাগে ২/৩টির বেশি পড়তো না। তখন কমলার স্বাদের কারণে আরও বেশি খাওয়ার ইচ্ছা জাগত। কিন্তু বেশি মানুষ থাকায় তা সম্ভব ছিলনা।’

তিনি বলেন, ‘একদিন আমার বড় বোন বলছিল, জ্বর আসলে যত কমলা চাইতাম ততই পাইতাম। তার কথা ফলে গেল। ঠিক ওইদিনই তার জ্বর আসে। ভাগ্যক্রমে ওইদিনই বাড়ির সামনে কমলা বোঝাই একটি নৌকা ডুবে যায়। আমরা হাওরের লোক; সাঁতার জানতাম। তাই সাঁতার কেটে অনেক কমলা নিয়ে আসছিলাম। আমার বোনকে ইচ্ছামত কমলা দিলাম। কিন্তু তখন স্টক করা যেতনা। আমি ২৫-৩০টি কমলা লুকিয়ে রেখেছিলাম, তিনদিন পরে দেখি সবগুলোই পঁচে গেছে।’

তিনি বললেন, ‘এখন ছোট ছোট চায়নার কমলা আসে। সেখানে বাগান থেকে কমলা একত্রিত করা হয়, পরে শিপম্যান্ট করে চিটাগাং আসে। এরপর সারা বাংলাদেশের তা যায়। গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও এই কমলা পাওয়া যায়। চীন থেকে আসতে আসতে দুই আড়াই মাস চলে যায়। তবে আড়াই মাসেও এ কমলা পঁচে না। কারণ সবকিছুতেই এখন ফরমালিন।’

শুধু বিদেশী নয় দেশি ফলমূলেও ফরমালিন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশি ফলমুল সবগুলোতেই ফরমালিন। মাছ-মাংস সবকিছুতেই ফরমালিন। মশলায়ও ক্যামিকেল। এ কারণে সারা বাংলাদেশে ভরে গেছে ক্যান্সার পেশেন্ট। ছোটকালে এতো ক্যান্সারের খবর শুনতাম না। এখন সমানে ক্যান্সার। আক্রান্ত প্রায় সবাই মারা যান। যারা ফরমালিন দিচ্ছে ক্যামিকেল দিচ্ছে, কম সময়ে কোটিপতি হতে চাচ্ছে। তাদের ব্যাপারে কি করা যায়?

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রদের বলতে চাই, যারা খাবারে ফরমালিন মেশাচ্ছে তারা গণহত্যাকারী। তাদের প্রতিহত করতে জনগণকে মোটিভেট করুন। রাজনীতিবীদদেরও বলি। সরকারেরও উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার, নতুবা জাতি হিসেবে পঙ্গু হয়ে যাব। মানুষকে মাইরা গণহত্যা করে বড়লোক হতে চাইলে তা ঠিক নয় ‘

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..