সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : অবশেষে ফেসবুকে লাইভে এসে সিলেটবাসীর কাছে ক্ষমা চেয়েছেন মাওলানা মোস্তাক ফয়েজী। বুধবার বিকেলে তিনি ক্ষমা চেয়ে বলেন, সিলেটবাসীর অন্তরে আমি আঘাত দিয়েছি।
মঙ্গলবার রাতে সিলেটবাসীকে নিয়ে কটাক্ষ করা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় উঠে। অনেকে বিভিন্ন ধরণের মন্তব্য করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। এর প্রেক্ষিতে তিনি আজ ক্ষমা চাইলেন সিলেটবাসীর কাছে।
ফেসবুকে ভাইরাল হওয়া তার বক্তব্যে তিনি বলেন, সিলেটে এক ওয়াজ মাহফিলে তিনি এসেছিলেন। তার ওয়াজ চলাকালীন সময়ে আয়োজনকারীরা ধূমপানের জন্য বিরতি দেয়ার জন্য বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আদৌ সিলেটের কোথাও তিনি ওয়াজ মাহফিলে আসেননি। না এসে এসব কথা দেশের অন্য এক ওয়াজ মাহফিলে তিনি বলছিলেন। আর এ জন্য তার বিরদ্ধে ফুঁসে উঠে সিলেটবাসী।
বুধবার ক্ষমা চেয়ে তিনি বলেন, ওয়াজের ময়দানে একটি আলোচনায় সম্মানীত সিলেটবাসীর অন্তরে আঘাত দিয়েছি। কাউকে হেয় করা, খাটো করা কিংবা মনে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য ছিলনা। দেশ বিদেশে আমার এই বক্তব্য দেখে অনেকে মর্মাহত হয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd