সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
সিলেট :: সারাদেশের ন্যায় সিলেটেও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সিটি করপোরেশনের (সিসিক) ২৫নং ওয়ার্ডের কায়েস্থরাইল বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করেণ ‘দ্য ইয়াং ক্লাব অব সিলেট’ এর প্রেসিডেন্ট, সমাজসেবী ও সংবাদকর্মী জাবেদ এমরান।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন এর অনলাইন সুপারভাইজার বাসন্তী চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী ফয়সল আহমদ, সুহেল আহমদ, সেচ্ছাসেবক সাজেল আহমদ ও ক্লাবের এ্যাক্টিভিটিজরা।
উদ্ধোধকের বক্তব্যে জাবেদ এমরান বলেন, প্রতি বছর সরকারের জাতীয় পোলিও দিবস, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো কর্মসূচীর সহযোগীতায় ‘দ্য ইয়াং ক্লাব অব সিলেট’ প্রায় একযোগ ধরে সেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি সমাজসেবামূলক কাজে তরুণদের উদ্ধুদ্ধ করতে উৎসাহ প্রদান করছে। ক্লাবের এ্যাক্টিভিটিজদের মতো সমাজসেবামূলক মহৎ কাজে সকল তরুণদের এগিয়ে আসতে তিনি আহবান জানান।
সিসিকের তথ্য মতে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২০ এর ১ম রাউন্ডে সিলেট নগরীর ২৭টি ওয়ার্ডে ৫ লাখ ৭৩ হাজার ৬৩৪ জন সংখ্যার বিপরীতে ৯-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৬ হাজার ৩১০ জন। এর মধ্যে ১৬ জন প্রতিবন্ধী শিশু, বাকিরা স্বাভাবিক। ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ৫৫ হাজার ১০৭ জন। এসব শিশুর মধ্যে ১০৪ জন প্রতিবন্ধী। নগরের স্থায়ী টিকাদান কেন্দ্র একটি। নিয়মিত ৩৪টি, অস্থায়ী ১০১টি, অতিরিক্ত ৭৭ এবং ভ্রাম্যমাণ ৩৪টি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচী পালন করা হয়। এ দিন টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন ৫৪ জন সুপারভাইজার।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd