সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ৩০ হাজার পিস বেনসন সিগারেট আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় বিজি ৬০৫ নম্বর ফ্লাইট থেকে এগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা।
সন্ধ্যা আটটায় গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল ৫টায় ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে ঢাকা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং বিজি-৬০৫ অবতরণ করলে এ ফ্লাইটে সিগারেট আসতে পারে মর্মে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার ডা. গোলাম মো. মুনীরের কাছে গোপন সংবাদ থাকায় ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর, সিলেটের কাস্টমস দল সতর্ক অবস্থান গ্রহণ করে।
পরবর্তীতে গোপন সংবাদ মোতাবেক লাউঞ্জের ভেতরে বেল্টের পাশে দুটি লাগেজ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে সেগুলো স্ক্যানিংকালে সিগারেট বলে সন্দেহ হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজগুলো খোলা হয়।
এসময় ১৫০ কাটন Benson & Hedges সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা এবং শুল্ক আইন মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd