সিলেট ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সিলেট থেকে নির্বাচিত সাবেক সদস্য, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ১ম নির্বাচিত চেয়ারম্যান ও আলীরগাওঁ ইউনিয়নের প্রতিষ্টতা চেয়ারম্যান প্রয়াত সয়ফুল আলম (বিএ) এর ২৩তম মৃত্যু বার্ষিক আজ। তার মৃত্যু বার্ষিক উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। খতমে কুরআন, মিলাদ শেষে মরহুমে রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
এতে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য মরহুমে ৩য় ছেলে মোয়াজ্জেম হোসেন রিপন অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য মোঃ ছয়ফুল আলম বিএ ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৫ সালে নবগঠিত গোয়াইনঘাট উপজেলা পরিষদের ১ম চেয়ারম্যান নির্বাচিত হন।
এছাড়াও তিনি গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্য বাহী আলীরগাওঁ ইউনিয়ন পরিষদের প্রতিষ্টতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। মরহুম এই জনপ্রতিনিধি গোয়াইনঘাট উপজেলার সার্বিক উন্নয়নে ব্যায়াপক অবদান রেখেছিলেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd