বরিশালে আপত্তিকর অবস্থায় নারীসহ লম্পট আটক

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

বরিশালে আপত্তিকর অবস্থায় নারীসহ লম্পট আটক

ক্রাইম সিলেট ডেস্ক : বরিশাল নগরীতে আপত্তিকর অবস্থায় নারীসহ সেলিম হাওলাদার (৪৫) নামে এক লম্পটকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাউনিয়া সরদার পাড়ার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সেলিম ওই নির্মাণাধীন ভবনের দেখাশোনার কাজ করেন।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে লম্পট সেলিমকে নির্মাণাধীন ভবনে এক নারীর সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে স্থানীয়রা। পরে তাদের আটকে রেখে পুলিশে খবর দিলে কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বাশার এসে দুজনকে আটক করে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) তাদের আদালতে প্রেরণ করা হয়।

স্থানীয় একটি সূত্র বলছে- লম্পট সেলিম এক নারীর সহায়তায় এরআগেও অনেক মেয়েকে নিয়ে এই ভবনে ছিলো। অনেকদিন ধরেই তাকে সন্দেহ করা হচ্ছিলো।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..