কানাইঘাট পোস্ট অফিসের ৩ মাস মেয়াদি কম্পিউটার কোর্সের পরীক্ষায় সম্পন্ন

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

কানাইঘাট পোস্ট অফিসের ৩ মাস মেয়াদি কম্পিউটার কোর্সের পরীক্ষায় সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি :: “ডিজিটাল ডাকঘর গ্রাম উন্নয়নের কারিগর” এই প্রতিপাদ্য নিয়ে দেশের প্রান্তিক জনগোষ্টিকে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিস-৩১৮০ এর ৩ মাস মেয়াদী (ডিপ্লোমা ইন সফটওয়্যার এপ্লিকেশন) কম্পিউটার কোর্সের সমাপনী পরীক্ষা-২০২০ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় থানাবাজার ডিজিটাল পোস্ট অফিস, গঙ্গাজল ডিজিটাল পোস্ট অফিস, বারহাল ডিজিটাল পোস্ট অফিসের অন্তর্ভূক্ত শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরীক্ষায় ১৪৭জন শিক্ষার্থীদের মধ্যে কানাইঘাট উপজেলা ডিজিটাল পোস্ট অফিস কেন্দ্র থেকে ৫৪ জন কম্পিউটার প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ ডাক বিভাগের সিলেট ডিভিশনাল বিভাগীয় প্রধান ডেপুটি পোস্টমাস্টার জেনারেল জনাব মোজাম্মেল হক সিলেট, সিলেট বিভাগীয় পোস্ট অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জকিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মাজেদা রওশন শ্যামলি এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। বাংলাদেশ সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়নে বাংলাদেশ ডাক বিভাগ কম্পিউটারের বিভিন্ন বেসিক কোর্স স্বল্প খরচে চালু করেছে। যা শিক্ষার্থী সহ সকল মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..