জুতা চোর চক্রের ৬ সদস্য আটক

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০

জুতা চোর চক্রের ৬ সদস্য আটক

ক্রাইম সিলেট ডেস্ক : বরিশালে জুতা চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এবং ভাটারখাল থেকে তাদের আটক করা হয়। এসময় বেশকিছু চোরাই জুতা উদ্ধার করা হয়েছে।

 

 

 

জানা গেছে, বেশ কিছুদিন যাবত চৌমাথা এলাকায় একাধিক জুতা চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি বাড়ান কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার চৌমাথা এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এস আই ফিরোজ আল মামুনের নেতৃত্বে নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালান পুলিশ সদস্যরা।

 

 

 

 

এসময় সালমা নামক বোর্ডিং হাউস থেকে আটক করা হয় জুতা চোর চক্রের আরও ৫ সদস্যকে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..