সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল গ্রামে সামনে মাটিয়ান হাওরে হাঁস চড়ানো নিয়ে দু-পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের মধ্যে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পক্ষের রমিজ উদ্দিন (৫০), জাহির উদ্দিন (৪০), রফিক উদ্দিন (৩৫), জাকির হোসেন (২২), শফিক উদ্দিন (৩০), তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ে।আর নাসির উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
অপর পক্ষের মনোর উদ্দিন (৫০), আব্দুল হাসিম (৫৫), মাফিয়া বেগম (৩৮) কে ভর্তি করা হয়েছে। সাফিজুল মিয়া (২২) তাকে সুনামগঞ্জ রের্ফাড। শনিবার উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল নতুন হাটি গ্রামে বিকালে এঘটনাটি ঘটে।
জানাযায়,উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল গ্রামের রফিক উদ্দিন (৩৫) নিজের একটি হাঁসে ফার্ম নিয়ে মাটিয়ান হাওরের হাঁস গুলোকে খাওয়ার জন্য দুপুরের পর পর নিয়ে গিয়ে আরেক খামারীর আলী আওয়ালের সাথে নিজের বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। এমন সময় সাফিজুল ও তার ছেলে আব্দুল হাসিমের মধ্যে রফিের কথাকাটাকাটি হয়।
এই খবর পেয়ে রফিক উদ্দিনের লোকজন ও সাফিজুল মিয়ার লোকজন মধ্যে সংঘর্ষ জরিয়ে পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে গুরুত্বর আহদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান জানান,খবর পেয়েছি। এখনও কোন পক্ষ কোন অভিযোগ দায়ের করে নি। এছাড়াও এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!