সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আটক তিন বখাটে কিশোরকে তাবলিগ জামাতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক ভালো হওয়ার সুযোগ দিয়ে তাদের ৬ দিনের তাবলিগে পাঠান।
অভিযুক্তরা হলেন- মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) গ্রামের শুভ মিয়া, আশিক ও জিহাদ।
স্থানীয় সূত্র জানায়, বখাটে ওই তিন কিশোর এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে নানাভাবে উত্ত্যক্ত করত। ওই শিক্ষার্থী মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে এসএসসি পরীক্ষা দিচ্ছে।
বখাটেরা তাকে জোরপূর্বক তুলে নেয়ারও হুমকি দেয়। গত সোমবার এসএসসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় বখাটেরা মেয়েটির গতিরোধ করে। এ সময় সে ভয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
পরে এ ঘটনায় মেয়েটির বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে পরীক্ষা কেন্দ্রের সামনে বখাটেরা মেয়েটিকে পুনরায় উত্ত্যক্ত করতে আসলে ওত পেতে থাকা মির্জাপুর থানায় কর্মরত সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে।
আজ বুধবার দুপুরে আটককৃত ওই তিন কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হকের কার্যালয়ে হাজির করা হলে বিচারক তাদেরকে সাজা না দিয়ে ভালো হওয়ার সুযোগ দিয়ে ৬ দিনের তাবলিগ জামাতে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, কিশোর তিনজনই শিক্ষার্থী। তাই তাদের শিক্ষাজীবন সুরক্ষার জন্য সাজা না দিয়ে তাবলিগে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd