সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ‘গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে পাশে নিয়ে ফটোসেশন করলেন নবীনগর থানার ওসি’ এমন মন্তব্য যুক্ত করে একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে এখন ভাইরাল। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ওই ছবি নিয়ে চলছে এখন তোলপাড়।
জানা গেছে, নবীনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও স্থানীয় এমপির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মো. নাছির উদ্দিনের বিরুদ্ধে বিগত ২০১৭ সালে অনুমতি না নিয়ে পরীক্ষার হলে প্রবেশের অভিযোগে একটি মামলা হয় (জিআর নং ৩০১/১৭)।
গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন চলাকালে নবীনগর মহিলা কলেজের নির্বাচন কেন্দ্রে আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিনের সঙ্গে নবীনগর থানার ওসি রনোজিত রায়ের দেখা হয়।
এ সময় নাছিরের পাশে দাঁড়ানো অবস্থায় ওসি রনোজিতের একটি গ্রুপ ছবি তোলা হয়। পরে সেই ছবি ফেসবুকে পোস্ট দেয়া হলে, সেটি নিয়ে গণমাধ্যমে ‘গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির সঙ্গে ওসির ফটোসেশন’ শিরোনামে একটি রিপোর্ট প্রকাশিত হয়। গণমাধ্যমের ওইসব রিপোর্টে বলা হয়, আওয়ামী লীগ নেতা নাছিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পর কিভাবে ওয়ারেন্টের আসামিকে পাশে নিয়ে ওসি ফটোসেশন করেন? অথচ পুলিশ বলে, নাছিরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।’
এদিকে গণমাধ্যমে প্রকাশিত হওয়া এসব নিউজ গত দুদিন ধরে ফেসবুকে ভাইরাল হওয়ায়, এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরণের মুখরোচক আলোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে পক্ষ থেকে কথা বললে, আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন বলেন,’এসবই অসত্য। আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। আমি জামিনে আছি। একটি ষড়যন্ত্রমূলক মামলায় (৩০১/১৭) আমি নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছি। সর্শেষ গত ২২ জানুয়ারি হাজিরা দিয়েছি। আদালতের নির্দেশে আগামি ১৮ মার্চ আবারও হাজিরা দিব। তবে যারা আমার ভাবমূর্তি নষ্ট করেছে, আমি দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেবে।’
তবে গণমাধ্যমে প্রকাশিত হওয়া ওইসব প্রতিবেদকদের একজন বলেন,’ওয়ারেন্টের যথাযথ ডকুমেন্ট আমাদের কাছে আছে বিধায় আমরা প্রতিবেদন করেছি।’
নবীনগর থানার ওসি রনোজিত রায়কে বারবার ফোন করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।
তবে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান আজ বলেন,’গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কোন সত্যতা আমরা খুঁজে পাইনি। আওয়ামী লীগের ওই নেতা বর্তমানে জামিনে আছেন এবং নিয়মিত হাজিরা দিচ্ছেন। তাঁর বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd