সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নিজেই মামলার আসামি হয়ে ওই মামলার আসামিদের শাস্তির দাবি করলেন সাইফুল ইসলাম নামে এক হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এ বিষয়ে ছবিসহ সংবাদটি বিভিন্ন সামাজিক ও সংবাদ মাধ্যমে তা প্রকাশ পেলে এ নিয়ে শাহজাদপুরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর পৌর এলাকার মনিরামপুরের বাড়ির সামনে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ খবর সংগ্রহ করতে গিয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি শিমুল গুলিবিদ্ধ হন। ওইদিন চিকিৎসার জন্য প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি দেখে শিমুলকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য শিমুলকে বগুড়া থেকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
পরে সাংবাদিক শিমুলের স্ত্রী নূরুন্নাহার বাদী হয়ে মেয়র মিরুসহ ৪০ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পুলিশ তদন্ত শেষে ৩৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ওই মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল। বর্তমানে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চার্জ গঠন প্রক্রিয়ায় রয়েছে।
সাংবাদিক শিমুলের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে শাহজাদপুর প্রেসক্লাব ও শিমুলের স্বজনদের পক্ষ থেকে মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে গত ৩ ফেব্রয়ারি, সোমবার সকালে একটি শোকর্যালি শাহজাদপুর শহরে বের করা হয়। এ দিনের শোক র্যালিটিতে শিমুল হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি সাইফুল ইসলাম অংশ নেন। খবরটি পরদিন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে শাহজাদপুরে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
শাহজাদপুর প্রেসক্লাবের সহসভাপতি সিনিয়র সাংবাদিক আসলাম আলী জানান , সাইফুল কিছু সময়ের জন্য মিছিলে অংশ নেন। পরে তিনি মিছিল থেকে সরে পড়েন। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি জানান বিষয়টি তাঁর চোখ এড়িয়ে গেছে।
শাহজাদপুর থানা সূত্রে জানা গেছে, বর্তমানে মামলাটি রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে চার্জ গঠন প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া এ মামলার সব আসামি জামিনে রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd