সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্থখলার শফিক মিয়ার কলোনীর সামনে থেকে ১০৩ পুরিয়া গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর নাম নাজমা বেগম (৩০)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাতপায়রা গ্রামের জমশেদ মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি ভার্থখলার শফিক মিয়ার কলোনীতে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ২:২০ মিনিটের দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/মোঃ মাহাবুর আলম মন্ডল, এএসআই/ভূলন চন্দ্র দেব এবং অন্যান্য র্ফোসসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম ওজনের ১০৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই/মোঃ মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে আটককৃত ওই নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd