সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। হাইকোর্টের আদেশে এই পাথর উত্তোলন নিষিদ্ধ করা হলো। কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আদালতের গতকালের আদেশের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
আগেই শ্রমিকদের উচ্ছেদ করায় এই টিলা এখন জনমানবহীন। তবে শ্রমিকরা চলে যাওয়ার পর তাদের বসবাসের কিছু তাঁবু এখনও এখানে রয়ে গেছে। আমরা আজ ৩০ থেকে ৩৫টি তাঁবু উচ্ছেদ করেছি। একই সঙ্গে এখন থেকে শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন বন্ধের ঘোষণাটি আজ দুপুর থেকে মাইকিং করে সবাইকে জানিয়ে দিচ্ছি। এখন এই টিলা থেকে পাথর উত্তোলন করলে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’
তিনি জানান, বশির এন্ড কোং এর পক্ষে মো. আলীর করা রিট এর পূর্ববর্তী আদেশ গতকাল সোমবার মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থগিত করায় এই টিলায় যেকোনো পন্থায় পাথর উত্তোলন নিষিদ্ধ হয়ে গেছে। মঙ্গলবারের অভিযানে উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে ছিলেন পুলিশ ও বিজিবির সদস্যরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd