সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : মিয়ানমার থেকে এতোদিন ইয়াবা আনার কথা শোনা গেলেও দেশে ইয়াবা তৈরি হচ্ছে এমন তথ্য খুব একটা শোনা যায়নি। তবে এবার এই দেশেরই ফরিদপুরে মিললো ইয়াবা তৈরির মেশিন।
মঙ্গলবার রাত ১২টার দিকে শহরতলির রঘুনন্দনপুর পাট্টাদারকান্দি এলাকার ইসলাম মঞ্জিলের বাসার নিচতলায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনপত্র, ২২০ পিস ইয়াবা ও দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এরা হলেন, ফরিদপুরের ভাংগা উপজেলার দিঘলকান্দা গ্রামের মৃত মান্নান শেখের ছেলে ওবাইদুর শেখ, নগরকান্দা থানার ফাইবালিয়া গ্রামের স্বামী-স্ত্রী আনিছুর রহমান ও হ্যাপি বেগম এবং পাবনা জেলার আতাইকুলা থানার ধানুয়াঘাটা গ্রামের মোসাঃ জুলি খাতুন।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে ইয়াবা ও ইয়াবা তৈরির চারটি মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা তৈরি ও মাদক ব্যবসার সাথে জড়িত দুই নারী এবং দুই যুবককে আটক করা হয়। আটক ওবাইদুরের নামে ভাংগা থানায় মাদকের মামলা আছে।
এর আগে গত ২৩ জানুয়ারি ওই পরিবারগুলো বাসাটি ভাড়া নেন বলে জানান বাড়ির মালিক নুরুল ইসলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd