সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: গত বছর দূর্বৃত্তদের হাতে নিহত কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের মাওলানা মুহিবুর রহমানের খরিদা বাড়ীর গাছপালা কেটে নেওয়ায় অভিযোগ পাওয়া গেছে।
নিহতের শাশুড়ী পেয়ারা বেগম সহ স্থানীয়রা জানান গত ৭ ফেব্রুয়ারী তালাবদ্ধ মুহিবুর রহমানের বসত বাড়ী থেকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির গোরকপুর গ্রামের তারই ভাই ফয়জুর রহমানের পুত্র সাহাব উদ্দিন ও ফাটাহিজল গ্রামের কুটি মিয়ার পুত্র হেলাল উদ্দিন সহ কয়েকজন ৩টি বিভিন্ন জাতের মাঝারী গাছ সহ ডালপালা কেটে নিয়ে যায়।
স্থানীয়রা জানান মাওলানা মুহিবুর রহমান ১৫ মাস পূর্বে দূর্বৃত্তদের হাতে খুন হন এরপর থেকে তার বসত ঘর তালাবদ্ধ অবস্থায় রয়েছে। স্বামীর মৃত্যুর পূর্বে তার স্ত্রী কানাইঘাট মহিলা কলেজের অফিস সহকারী সাবানা ইয়াসমীন এক ছেলে ও দুই অবুঝ শিশু মেয়েকে রেখে মারা যান। এর পর থেকে সন্তানদের নানীর বাড়ীর লোকজন দেখা শুনা করে আসছেন।
মুহিবুর রহমানের শাশুড়ী পেয়ারা বেগম বলেন, তার মেয়ের জামাই মুহিবুর রহমানের নামে ৮ শতকের দলিল মূলে বসত বাড়ীটি রয়েছে। সেখান থেকে তার অবুঝ ছেলে-মেয়েদের বিতাড়িত করে বাড়ী সহ মুহিবের যাবতীয় সম্পত্তি দখল করার জন্য তার পরিবারের লোকজন নানা ভাবে পায়তারা চালিয়ে আসছে।
গত ৭ ফেব্রুয়ারি তারা মুহিবুর রহমানের বাড়ী থেকে ২০ হাজার টাকা মূল্যের ৩টি গাছ কেটে নিয়ে যায় তারা। নিহত মুহিবুর রহমানের সম্পত্তি রক্ষা করতে সন্তানদের নানী (লালনপালনকারী) পেয়ারা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd