সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজলার ভিবিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আসছে দৈনিক হাজার হাজার ভারতীয় গরু-মহিষ। আর সকল অবৈধ গরু-মহিষের বৈধতা দিয়ে লাখ লাখ টাকা গহাতিয়ে নিচ্ছে একটি অসাধু চত্র। লালাখাল সীমান্ত এলাকায় বিজিবি পৃথক পৃথক অভিযান করে চোরাই পথে আসা ৫২ গরু-মহিষ আটক করেছে।
জানা যায়, শনিবার বিকাল ৪টা লালখাল সীমান্তের ১৩০০ আন্তর্জাতিক পিলারের ৩এস সাব পিলার সংলগ্ন বাঘছড়া এলাকা দিয়ে ৬টি ভারতীয় গরু বাংলাদশে প্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়ে। বিষয়টি উপজলা ব্যাপী প্রচার হলে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প অভিযানে নামে। ঐ দিন দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান করে ৪১টি গরু এবং ১১টি মহিষ আটক করে বিজিবি।
নাম প্রকাশে অনিচ্ছুক লালাখাল বিওপি’র ক্যাম্প কমান্ডার গরু-মহিষ আটকের কথা স্বীকার করে বলেন, আমাদের টহলটিম সার্বক্ষনিক ভাবে টহল দিচ্ছে। আমাদের টহল টিম জোরদার থাকায় ৫২টি গরু মহিষ আটক করতে পেরেছি। আটককৃত গরু-মহিষ গুলো উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাষ্টম কর্মকর্তার উপস্থিতে নিলামে বিক্রয় করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd