জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গরু: বিজিবির অভিযানে আটক ৫২

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবাধে আসছে ভারতীয় গরু: বিজিবির অভিযানে আটক ৫২

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেট জৈন্তাপুর উপজলার ভিবিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে আসছে দৈনিক হাজার হাজার ভারতীয় গরু-মহিষ। আর সকল অবৈধ গরু-মহিষের বৈধতা দিয়ে লাখ লাখ টাকা গহাতিয়ে নিচ্ছে একটি অসাধু চত্র। লালাখাল সীমান্ত এলাকায় বিজিবি পৃথক পৃথক অভিযান করে চোরাই পথে আসা ৫২ গরু-মহিষ আটক করেছে।

জানা যায়, শনিবার বিকাল ৪টা লালখাল সীমান্তের ১৩০০ আন্তর্জাতিক পিলারের ৩এস সাব পিলার সংলগ্ন বাঘছড়া এলাকা দিয়ে ৬টি ভারতীয় গরু বাংলাদশে প্রবেশকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়ে। বিষয়টি উপজলা ব্যাপী প্রচার হলে ১৯ বিজিবি’র লালাখাল ক্যাম্প অভিযানে নামে। ঐ দিন দিবাগত রাতে পৃথক পৃথক অভিযান করে ৪১টি গরু এবং ১১টি মহিষ আটক করে বিজিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক লালাখাল বিওপি’র ক্যাম্প কমান্ডার গরু-মহিষ আটকের কথা স্বীকার করে বলেন, আমাদের টহলটিম সার্বক্ষনিক ভাবে টহল দিচ্ছে। আমাদের টহল টিম জোরদার থাকায় ৫২টি গরু মহিষ আটক করতে পেরেছি। আটককৃত গরু-মহিষ গুলো উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাষ্টম কর্মকর্তার উপস্থিতে নিলামে বিক্রয় করা হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..