সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে চোরাই হওয়া অটোরিকশা সিএনজিসহ সিএনজি চোরাই চক্রের এক সদস্যকে গ্রফতার করেছে পুলিশ।
গত ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে নন্দীরগাওঁ ইউনিয়নের আঙ্গারজুর চম্পার বসতঘর থেকে চুরি হওয়া সিএনজিসহ জুনেদ আহমদকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ মে নন্দীরগাওঁ ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের আসাম উদ্দিনের মালিকানাধীন অটোরিকশা (সিএনজি) সালুটিকর বাজারস্থ প্রয়াত হাজী তেরা মিয়া মার্কেট থেকে ভোর ৫টায় চুরি হয়। আসাম উদ্দিন দীর্ঘদিন ধরে অটোরিকশা (সিএনজি) খোজাখুজি করে কোথাও পাননি।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই খালেদ মিয়া, এএসআই মহিউদ্দিনসহ একদল পুলিশ স্থানীয় আঙ্গারজুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় আঙ্গারজুর গ্রামের চম্পা বেগম নামের এক মহিলার বসতঘর থেকে মৃত মখলিছ মিয়ার ছেলে জুনেদ আহমদসহ চুরি হওয়া অটোরিকশা (সিএনজি) উদ্ধার করেন।
এ ব্যাপারে উদ্ধার হওয়া অটোরিকশা (সিএনজি)র মালিক আসাম উদ্দিন বাদী হয়ে ধৃত আঙ্গারজুর গ্রামের জুনেদ আহমদকে আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীরগাওঁ ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে অভিযান পরিচালনা করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বশীলেরা। সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দিলীপ কান্ত নাথের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চোরাই হওয়া অটোরিকশা (সিএনজি) উদ্ধার ও অটোরিকশা (সিএনজি) চোরাই চক্রের অন্যতম সদস্য জুনেদ আহমদকে গ্রেফতার করেন। অপর দিকে ধৃত জুনেদ আহমদ সিলেটের বিজ্ঞ বিচারকের আদালতে ৬৪ দ্বারায় অপরাপর আরও কয়েক জন চোরাই চক্রের সদস্যদের নাম বলেছে। মামলা তদন্তের স্বার্থে তাদের নাম গোপন রাখা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd