সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটে এক দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালী থানা পুলিশ নগরীর সুরমা পয়েন্ট থেকে আব্দুল হালিম (৫২) নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার ইসলামপুরের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। গতকাল সোমবার বিকালে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে এক লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার মশিউর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। পরে জড়িতদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। গতকাল সোমবার আব্দুল হালিমকে সুরমা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয়। তিনি বর্তমানে নগরীর খারপাড়ায় ৬৯/১নং বাসায় বসবাস করছিলেন।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আব্দুল হালিম চিহ্নিত দুর্ধর্ষ ছিনতাইকারী। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd