সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের সার্বিক তত্বাবধানে গোয়াইনঘাটে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলায় ৬জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, থানার সেকেন্ড অফিসার এসআই যিশু দত্ত,এসআই আব্দুল আহাদ, এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স মোঃ সায়ফুল ইসলাম, মোঃ কামাল হোসেনকে নিয়ে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ৩জন এবং নিয়মিত মাদক মালায় ৩জনসহ মোট ৬জনকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃতরা হলো, গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের ইশ্রাক আলীর পুত্র জয়নাল মিয়া(৩৫), মৃত শরহ আলীর পুত্র হারুন রশীদ (৩০), পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষন ছড়া গ্রামের ফারুক মিয়ার পুত্র এনামুল হক(১৮), আজমিরীগঞ্জ জিল্লু গ্রামের (বর্তমান) পাথর টিলা মোহাম্মদপুর গ্রামের স্ব-চিত্র দাসের পুত্র সাজু দাস(২২), রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের আব্দুল গনির পুত্র সালেহ আহমদ (২৩), অপর দিকে ১বছরের সাজা ও ৫লক্ষ টাকা জরিমানা অনাদায়ে চেক ডিজ-অনার মামলায় পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আবু হানিফের পুত্র ও মেসার্স আলিফ এন্টার প্রাইজের প্রোপ্রাইটার মোঃ মিজানুর রহমান (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, অপরাধী ও অপরাধে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশ স্বার্বক্ষনি তৎপর রয়েছে। যাহার পরিপ্রেক্ষিত পুলিশ ৬জনকে গ্রেফতার করেছে। ক্রমান্বয়ে অপরাপর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হাজত থেকে আটককৃতদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd