সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ১নং রোডের মাঝপাড়া এলাকা থেকে বদরুল ইসলাম বাছন (৩০) নামের এক কুখ্যাত ছিনতাইকারীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। সে বরইকান্দি ১নং রোডের মাঝপাড়া এলাকার মৃত মোক্তার আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সন্ধা ৬ টা ৩০ মিনিটের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: ইসমাইল পিপিএম-বার ও অফিসার ইনচার্জ খায়রুল ফজল, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটদের দিক নির্দেশনায় এসআই/শিপলু চৌধুরী এর নেতৃত্বে এসআই/যতন চন্দ্র পাল, এএসআই/বিশ্বজিৎ, এএসআই/খোকন মনি দেবনাথ ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাকে আটক করা হয়।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা । তিনি জানান, আটককৃত বদরুল দক্ষিণ সুরমা থানার একটি ছিনতাই মামলার আসামী। মামলা নং-১০, তাং-০৯/০২/২০২০। পুলিশ এসময় ওই মামলার ঘটনায় ছিনতাইকৃত একটি মোবাইল সেট উদ্ধার করেছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd