সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: নজরুল ইমলাম পিপিএম এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ সজল কুমার কানু’র নেতৃত্বে কোম্পানীগঞ্জে ৫৫৬ বোতল ফেনসিডিলসহ বিল্লাল (৩৬) নামের এক মাদকবিক্রেতাকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানাপুলিশ। সে গোয়াইঘাট উপজেলার লামনী গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলার উত্তর রণিখাইন ইউনিয়নের বাটাডোর বিল সীমান্ত এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানুর নেতৃত্বে এসআই রাজীব, মিজান ও এএসআই এনামুল সহায়তায় ৫৫৬ বোতল ফেনসিডিলসহ বিল্লালকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, মাদকমুক্ত কোম্পানীগঞ্জ গড়তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd