সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ছাতক প্রতিনিধি :: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশ বরণ্য নেতা। তার মাধ্যমে দেশ হয়েছিল স্বাধিন। এক পর্যায়ে পরবর্তীতে দেশ পরিচালনার জন্য দায়িত্বভার গ্রহণ করেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপś সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। তার নেতৃত্বে গেল ১১ বছরে যোগাযোগ-শিক্ষা,স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে দেশে ব্যাপক উনśয়ন সাধিত হয়েছে। তিনি বিশ্বের অন্যতম তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন। এটি গর্বের বিষয়। তার প্রশংসা এখন সারা বিশ্বে। মন্ত্রী জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবীর প্রেক্ষিতে বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব। বিদ্যালয়ের বিল্ডিং, সংযোগ রাস্তা পাকাকরণ ও জাতীয়করণসহ সকল দাবী ক্রমান্বয়ে পূরণের আশ্বাস দিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
শনিবার বিকেলে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল মামুন শাহীনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ নেতা এম এ রশিদ আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলমগীর। এসময় অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী, এএসপি সার্কেল বিল্লাল হোসাইন, উপজেলা আ’লীগের যুগĄ আহবায়ক ˆসয়দ আহমদ, ছৈলা আফজলাবাদ ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির আহমদ, ছাতকের ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, মুত্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, আবদুল ওয়াহিদ, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলতাব আলী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মুহিবুর রহমান মালদার, কবি আহমদ আল কবির চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আমির আলী। সভা শেষে রাতে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন, ঢাকা ও সিলেটের খ্যাতনামা শিল্পীবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd