সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কভিড-১৯ ভাইরাসের ভয়াবহতার মধ্যেই বাংলাদেশের ২৩ জন নাগরিককে ভারতের একটি বিশেষ ফ্লাইটে করে চীনের উহান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারা দিল্লিতে পৌঁছেছেন। ঢাকার ভারতীয় মিশন বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি ২৩ জন বাংলাদেশিকেও দিল্লিতে পৃথক করে রাখা হবে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ৩১২ জন শিক্ষার্থীকে বিশেষ বিমানে উহান থেকে ঢাকায় আনা হয়। তারা সবাই ভালো আছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, চীনে থাকা বাংলাদেশি নাগরিকদের অন্য সবধরনের সহযোগিতা করা হচ্ছে। বেইজিংয়ে অবস্থিত ঢাকা মিশনের কর্মকর্তারা প্রতিনিয়ত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুবেই প্রদেশে থাকা আরও ১৭১ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। ফিরিয়ে আনার পুরো বিষয়টি আমাদের হাতে নেই। আর ভাইরাসটি যাতে ছড়াতে না পারে এ জন্য কিছু করণীয় বিষয়ও রয়েছে। তাই কবে নাগাদ এই ১৭১ ফিরবে তার দিন-তারিখ এখনই বলা যাচ্ছে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd