সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : কালীগঞ্জের ‘ফুড ক্লাব রেস্টুরেন্টে’যে অংশে হীন উদ্দেশ্যে ছোট ছোট খোপ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলো, তা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুবের আলম এর নেতৃত্বে কালীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন ডিকে প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্ট এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও রেস্টুরেন্টটির যে অংশে হীন উদ্দেশ্যে ছোট ছোট খোপ নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলো তা বন্ধ করে দেওয়া হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন কালীগঞ্জ থানা পুলিশ।
উল্লেখ্য ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি স্কুল-কলেজের ড্রেসে ক্লাস ফাঁকি দিয়ে ফুড ক্লাব রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল তরুণ-তরুণীরা ওই সময় কালীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে আটক করেছিল উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ২০ তরুণ-তরুণীকে।
ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে আটক তরুণ-তরুণীদের সেই সময় ছেড়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি ওই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছিল।
স্থানীয়রা জানায়, এর আগে একাধিকবার ফুড ক্লাব রেস্টুরেন্ট মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করলেও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এ ধরনের ব্যবসা বন্ধ করিনি। তবে এই অভিযান কে সাধুবাদ জানিয়েছে স্কুল-কলেজের শিক্ষক এবং এলাকাবাসী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd