সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় চলমান তালিকাভুক্ত ডাকাতদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার ওসমানীনগর থানা পুলিশ ওসমানীনগর থানার বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ডাকাত আবুল কাশেম প্রকাশিত গুল্লি কামাল (৪৫) কে গ্রেফতার করেছে। সে জকিগঞ্জ থানার শাহগলি প্রকাশিত খিলোগ্রাম সাকিনের মৃত আনু মিয়ার ছেলে। সে একাদিক মামলার সাজাপ্রাপ্ত আসামী।
উল্লেখ্য গত ২৯ জানুয়ারী ওসমানীনগর থানার বুরুঙ্গা এলাকার সাবেক চেয়ারম্যান মকদ্দুছ আলীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ডাকাত গুল্লি কামাল জড়িত মর্মে তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।সেই ঘটনায় রুজুকৃত ডাকাতি মামলায় তাকে আজ বৃহস্পতিবার কোর্টের মাধ্যেমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান জানান, সাধারণত শীতকালে সিলেটর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ ডাকাতদল হানা দেওয়ার চেষ্টা করে থাকে। তাই সিলেট জেলায় ডাকাতি প্রতিরোধে সাম্প্রতিক সময়ে ডাকাতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এরই প্রেক্ষিতে কয়েকজন ডাকাত সর্দার পুলিশের সাথে গুলাগুলি করতে গিয়ে নিহত হয়েছে এবং প্রায় প্রতিদিনই কোন না কোন ডাকাত গ্রেফতার হচ্ছে। যার ধারাবাহিকতায় তালিকাভুক্ত ডাকাত গুল্লি কামাল গ্রেফতার হয়েছে। ডাকাতদের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd