সিলেটে ডাকাত মন্নান গ্রেপ্তার, গুলিবিদ্ধ তিন পুলিশ

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০

সিলেটে ডাকাত মন্নান গ্রেপ্তার, গুলিবিদ্ধ তিন পুলিশ

স্টাফ ‍রিপোর্টার :: সিলেটে একাধিক ডাকাতি মামলার আসামি মন্নানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের গোলাপগঞ্জের গোলাপনগর উত্তরগাঁও বাঘা এলাকার মৃত আছাব আলীর ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা ৪৫ মিনিটে উপজেলার ১নং বাঘা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারে উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের তহিপুর সাকিনস্থ অলি মিয়ার ব্রিক ফিল্ডের উত্তর পার্শ্বে যায় পুলিশ।

এসময় আগে থেকে সেখানে অবস্থান করা মন্নানের ৬/৭ জন সঙ্গী পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছুড়ে। দুপক্ষের পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনার তিন পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হল, এসআই পিন্টু সরকার, কনস্টেবল রকি কাজী ও কনস্টেবল মাসুদ মিয়া।

এছাড়াও গ্রেপ্তারকৃত মন্নান ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। গুরুত্বর আঘাতপ্রাপ্ত অবস্থায় আসামি আব্দুল মন্নানকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মন্নানের সঙ্গীরা নদী পাড়ি দিয়ে পালিয়ে যায়।

এদিকে গোলাগুলির পর ঘটনাস্থল তল্লাশি করে একটি দেশীয় তৈরি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ এবং ২টি কাঠের হাতুলযুক্ত রামদা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার (মো. লুৎফর রহমান) বলেন, ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় ১টি অস্ত্র মামলা এবং সরকারি কাজে বাঁধা প্রদান করে গুলি ছুড়ার বিষয়ে দুটি পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2020
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
29  

সর্বশেষ খবর

………………………..