প্রেমিকের হাতে প্রেমিকা ছুরিকাঘাত

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

প্রেমিকের হাতে প্রেমিকা ছুরিকাঘাত

ক্রাইম সিলেট ডেস্ক : চাঁদপুরে প্রেমিকাকে ছুরিকাঘাতের অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। সোমবার চাঁদপুর শহরতলীর ফাইভ ষ্টার পার্কে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রেমিকা দিবা রানীকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ওই প্রেমিকের নাম দিপু মজুমদার। সে রায়পুর ক্যম্পেরহাটের রত্নেশ্বর মজুমদারের ছেলে। আর ছুরিকাহত প্রেমিকা হলেন দিবা রানী মাজী (১৯)। সে চরকৃষ্ণপুরের জগেশ্বর মাঝীর মেয়ে।

এদিকে ছুরিকাহত দিবা রানী মজুমদারের পরিবার জানায়, দিবা চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী। ওই ছেলেকে পাত্তা না দেওয়ায় সে এই কাণ্ড ঘটিয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, প্রায় ১ বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিলো দিপু ও দিবার। আর এর মধ্যেই হঠাৎ করেই দিবার বিয়ে ঠিক হয়ে যায়। তাই তাদের প্রেমের শেষ বোঝাপরা করতে দুজনে একটু সময় কাটাতে চায়। আর তাই মিলিত হয় ফাইভস্টার পার্কে। আর এই মিলিত হতে এসে কথাকাটির এক পর্যায়ে দিবাকে ছুরিকাঘাত করে দিপু। এরপর দিপুও তার সাথে থাকা বিষ পান করতে প্রস্তুতি নিচ্ছিলো। পার্কের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দিবাকে হাসপাতালে ভর্তি করে এবং দিপুকে আটক করে থানায় নিয়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন বলেন, এ ঘটনা সম্পর্কে জানা মাত্র ঘটনাস্থলে ছুটে যাই। অনেক রকম গুঞ্জন শুনছি। আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। দিবার অবস্থা আসঙ্কাজনক হওয়ায় তাকে সদর হাসপাতাল হতে ঢাকা রেফার করা হয়েছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..