সিলেট ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : প্রেম পাগল দুইজন গত ২ মার্চ ধামরাই পার্কে অনৈতিক মেলামেশা গোপন তথ্য ফাঁস। ধামরাই থানার কুল্লা ইউনিয়নে আলাউদ্দিন পার্কে গত ২ মার্চ সাভারের আলোচিত ও রং বদলানো কাউন্সিলর যে সরকার ক্ষতায় আসে সেই সরকারী দলের লোক হয়ে যায় মিনহাজ উদ্দিন মোল্লা।
অনুসন্ধানী প্রতিবেদক কিছু দিন ধরেই এই কাউন্সিলর এর অনুসরণ করতে করতে গত ২ মার্চ সোমবার দুপুরে ২ টি মটর সাইকেল যোগে আলাউদ্দিন পার্কে আসে মোট ৫ জন। ওই ৫ জনের মধ্য মিনহাজ উদ্দিন মোল্লা ও তার প্রমিকা এবং কাউন্সিলরের ৩ জন দেহ রক্ষী। এদের একজনের নাম জানা যায় রফিক।
মিনহাজ উদ্দিন মোল্লা ও তার প্রমিকা দুপুরে প্রবেশ করে পার্কে আর রাতে বের হয়ে যায়। সারা বাংলাদেশে যখন পাপিয়াদের অনুসন্ধান চলছে সেখানে সাভারে ও তাদের খুজে বের করে আইনের আওতায় আনার দাবী সাভার বাসীর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd