সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট সরকারি কলেজে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা সভা গত মঙ্গলবার বিকেল ২টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ সামছুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক ফয়সল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেটের পরিচালক কবিরুল হাসান।
কলেজের সকল বিভাগে শিক্ষকদের উপস্থিতিতে মাদক বিরোধী সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো ট্রলারেন্স নীতি গ্রহন করেছে। সেই লক্ষ্যে সারাদেশে মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। জাতির ভবিষ্যত শিক্ষার্থীরা যাতে করে মাদকের আগ্রাসনের শিকার না হয় সেই জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে মাদককে না বলুন সচেতনতা মূলক সভা সমাবেশ শুরু হয়েছে।
কানাইঘাটকে মাদক মুক্ত রাখতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা প্রদানের জন্য তিনি শিক্ষার্থী সহ সকলের প্রতি আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd