সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : যশোরের ঝিকরগাছায় দুই সন্তানের জননীকে নিয়ে উধাও সিরাজুল ইসলাম নামে অপর তিন সন্তানের এক জনক। চাঞ্চল্যকর এই ঘটনায় স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফলে এ নিয়ে এলাকায় চাঞ্চাল্যর সৃষ্টি হয়েছে।
দুই সন্তানের জননীর নাম নার্গিস পারভীন (৩৫) তিনি ঝিকরগাছা উপজেলার শংকরপুর কুলবাড়ীয়া গ্রামের শফিউল্লার স্ত্রী। শফিউল্লাহ পেশায় একজন ব্যবসায়ী। আর সিরাজুল ইসলাম(৩৭)। তিনি তিন সন্তানের জনক। সে পাশ্ববর্তী শার্শার জিরেনগাছা গ্রামের নেদু মোড়লের ছেলে।
শফিউল্লার জানান, গত ২৯শে ফেব্রুয়ারি দুপুরে সিরাজুল ইসলাম তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আর পালানোর সময় তার ঘর থেকে নগদ১লক্ষ ৬৩ হাজার টাকা ও ৪লক্ষ ২০ হাজার টাকার স্বর্ণ অলংকার সহ ৩৫ হাজার টাকা মুল্যের একটি স্যামসং মোবাইল নিয়ে গেছে।এ ঘটনায় গত১লা মার্চ স্বামী শফিউল্লাহ ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরী করেছে।
স্থানীয়রা জানান,শফিউল্লা পেশায় একজন ব্যবসায়ী। সারাদিন দোকানে ব্যস্ত থাকেন।আর এই সুযোগে পাশ্ববর্তী শার্শার জিরেন গাছা গ্রামের সিরাজুলের সাথে শফিউল্লার স্ত্রী দুই সন্তানের জননী নার্গিস পারভীনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর সুযোগ বুঝে লোকলজ্জা ভুলে উধাও হয়ে ঘর ছাড়লেন তারা।
এদিকে দুই সন্তানের জননী অপর তিন সন্তানের জনকের সাথে প্রেম করে পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd