সিলেটে করোনা সন্দেহে ভর্তি রোগীর সঙ্গে ছবি তুলে বিপাকে সাংবাদিক

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

সিলেটে করোনা সন্দেহে ভর্তি রোগীর সঙ্গে ছবি তুলে বিপাকে সাংবাদিক

স্টাফ রিপোর্টার :: সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর সঙ্গে ছবি তুলে বিপাকে পড়েছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার ফটো সাংবাদিক এম আজমল আলী। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) ওই ঘটনার পর তাকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এই রোগীর বিষয়ে সংবাদ সংগ্রহের জন্য যান সাংবাদিকরা। এ সময় ওই ফটো সাংবাদিক করোনা সন্দেহে ভর্তি থাকা দুবাই প্রবাসী ওই রোগীর গলা জড়িয়ে ধরে একটি ছবি ফেসবুকে পোষ্ট করেন। সাথে সাথে এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে থাকে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

এ নিয়ে অনুতপ্ত ওই সাংবাদিক জানান, তিনি ওই রোগীকে সাহস দেয়ার জন্য তার সঙ্গে ছবি তুলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, এ ধরনের রোগীর ক্ষেত্রে আমরা সকল ধরনের সতর্কতা অবলম্বন করে থাকি। সেক্ষেত্রে কেউ তার সঙ্গে ছবি তুললে তার এটা উচিত হয়নি। সেক্ষেত্রে একজন করোনা আক্রান্ত রোগীকে নিয়ে যেভাবে সতর্ক থাকতে হয় তার ক্ষেত্রেও সেভাবে থাকতে হবে। এক্ষেত্রে যে রোগীর সঙ্গে তিনি ছবি তুলেছেন সেই রোগীর যদি করোনা পজিটিভ হয়, তাহলে সেই ছবি তোলা যুবকেরও পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে।

তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়া ওই রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রোববার রিপোর্ট পাওয়া যাবে। ততক্ষণ পর্যন্ত ছবি তোলা ওই সংবাদকর্মীকে আলাদা থাকাতে হবে। তার পরিবার এবং আত্মীয়-স্বজনদের সঙ্গেও মেলামেশা করতে পারবেন না তিনি।

প্রবাসী ওই রোগীর শরীরে যদি করোনার অস্তিত্ব পাওয়া যায় তাহলে ওই সাংবাদিক এবং তার পরিবারের সদস্যদেরও হাসপাতালে ভর্তি করতে হবে এবং প্রত্যেকের নমুনা পরীক্ষা করতে হবে।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে, এখন পর্যন্ত বাংলাদেশে কারো শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..