সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :: নারী ফুটবল লিগের রোববারের একমাত্র খেলায় সিলেটের স্পার্টান এমকে গ্ল্যাকটিকোকে উড়িয়ে দিয়েছে উত্তরবঙ্গের মেয়েরা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এফসি উত্তরবঙ্গ ৬-০ গোলে হারিয়েছে সিলেটের দলটিকে।
বিজয়ী দল দুই অর্ধে তিনটি করে গোল করেছে। এ বড় জয়ে বড় অবদান উত্তরবঙ্গের তনিমা বিশ্বাসের। একাই চার গোল করেছেন দিনাজপুরের এই কিশোরী। অন্য দুই গোল করেছেন সুলতানা। ৯ ও ১৩ মিনিটে সুলতানার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় উত্তরবঙ্গ। ৩৫ মিনিটে ব্যবধান ৩-০ করেন তনিমা।
৫১ ও ৫৫ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তনিমা। এর পর ৬০ মিনিটে নিজের চতুর্থ ও দলের ষষ্ঠ গোল করেন এ কিশোরী। আগের ম্যাচগুলোতে কোনো গোল না পেলেও চার গোল দিয়ে খুললেন খাতা।
এটি উত্তরবঙ্গের দ্বিতীয় জয়। দুই জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট ৭।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd