আহত সেই শিক্ষিকার হাতে অস্ত্রোপচার

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

আহত সেই শিক্ষিকার হাতে অস্ত্রোপচার

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দা ফাহিমা বেগমের (৪৮) বিচ্ছিন্ন হওয়া হাতটি জোড়া লাগানো হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলেও চিকিৎসকরা  জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের পরিচালক আবুল কালাম রাইজিংবিডিকে বলেন, তার হাত জোড়া লাগানো গেছে, এ কারণে বলা যায় অস্ত্রোপচার সফল হয়েছে। তবে চার-পাঁচ দিন না গেলে নিশ্চিত করে কিছুই বলা যাবে না।

এদিকে দুর্ঘটনার পর গুরুতর আহত ফাহিমা বেগমকে হেলিকপ্টারে করে বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখানে আনার পরই চিকিৎসকেরা অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। অর্থোপেডিক, প্লাস্টিক সার্জারি বিভাগের সার্জনসহ কয়েকটি বিভাগের চিকিৎসকের সমন্বয়ে অস্ত্রোপচার শুরু হয়।

এর আগে  মঙ্গলবার সকালে গোপালগঞ্জে শিক্ষা সফরে যাওয়ার পথে বাস ও ট্রাকের সংঘর্ষে শিক্ষিকা ফাহিমা বেগমের বাম হাত বিচ্ছিন্ন হয়। এ সময় ওই বাসে থাকা অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..