গোয়াইনঘাটে হঠাৎ রাস্তার উপর গাছ, পরিস্কার করলো পুলিশ

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

গোয়াইনঘাটে হঠাৎ রাস্তার উপর গাছ, পরিস্কার করলো পুলিশ

সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট বাজারে উপজেলা ভূমি অফিসের সামনে রাস্তার উপর হঠাৎ করে কোন ঝড় বৃষ্টি ছাড়াই উপড়ে পড়ে একটি বড় বেলজিয়াম গাছ। এই গাছ পড়ায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। পরে গাছটি কেটে পরিস্কার করলো পুলিশ।

রোববার বিকাল তিনটার দিকে ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে। তবে ভাগ্য ভালো কোন দূর্ঘটনা ঘটেনি। ব্যস্ততম ওই সড়কে যেনো ওই মুহূর্তের জন্য থমকে ছিল গাড়ি চলাচল আর পথচারীদের আনাগোণা। তা না হলে ক্ষয়ক্ষতি না হওয়াটা অলৌকিকই বটে। গাছ পড়ার ফলে রাস্তার দু’পাশে গাড়ি চলাচল বন্ধ ছিলো প্রায় তিন ঘন্টা।

জানা গেছে , উপজেলা ভূমি অফিসের সামনে গাছ পড়া ও গাড়ি চলাচল বন্ধের খবর পেয়ে ছুটে যান গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়। পরে হিল্লোল রায়ের সার্বিক তত্ত্বাবধানে এবং ভূমি অফিসের তসিলদার কনক কান্তি কর ও সার্ভেয়ার আব্দুল হালিম এর সহযোগিতায় রাস্তার উপর থেকে গাছটি কেটে সারানো হয়। রাস্তার দুই পাশে প্রায় শশতাধিক গাড়ি আটকা পড়ে। এমনকি গাড়িতে থাকা শত শত যাত্রী বেকায়দায় পড়েন।

স্থানীয়রা জানান, ‘একটু দূর থেকে দেখলাম মড়মড়িয়ে গাছটি রাস্তার ওপর পড়ে যাচ্ছে। তবে ওই সময় রাস্তায় গাড়ি ছিল না, মানুষজনও কম ছিল। ভাগ্য ভালো, না হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।’ রাস্তার ওপর পড়ে থাকা গাছটি কাটার কাজ তদারকি করছিলেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়। তিন ঘন্টা পর গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..