অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ালেন হকার্স মার্কেটের ব্যাবসায়ী দিবাকর

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ালেন হকার্স মার্কেটের ব্যাবসায়ী দিবাকর

সিলেট :: সারা বিশ্বে করোনাভাইরাসের এই মহামারীর সংকটময় মূহুর্তে অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে সিলেট হকার্স মার্কেট এর বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুণ সমাজসেবক দিবাকর দেব নাথ এর উদ্যোগে সিলেট শহরতলী কুচাই পশ্চিমবাগ আবাসিক এলাকায় অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রায় ২০০ টির ও অধিক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, সাবান, চিড়া সোয়াবিন তেল ইত্যাদি।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক দিবাকর দেব নাথ বলেন এই সংকটময় সময়ে সবার উচিৎ যার যার অবস্থান থেকে যার যতটুকু সামর্থ আছে তা দিয়েই এই সংকটময় সময়ে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানো এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়া।

তিনি আরো বলেন সামাজের উচ্চ ও প্রভাবশালী ব্যাক্তিদের কে ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক সাহাদ উদ্দিন দুলাল, ব্যাবসায়ি মিজানুর রহমন, সমাজসেবক আবুল কালাম, লায়েক আহমদ, ব্যাবসায়ি মকসুদ আহমদ। প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..