করোনা : ‘৩৩৩’ কল দেওয়ার সাথে সাথেই ত্রাণ পেলেন বিশ্বনাথে সুহেলের স্ত্রী

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

করোনা : ‘৩৩৩’ কল দেওয়ার সাথে সাথেই ত্রাণ পেলেন বিশ্বনাথে সুহেলের স্ত্রী

বিশ্বনাথ প্রতিনিধি :: গাড়ি চালাতে না পারার কারণে করোনা ভাইরাসের সংকটময় মুহুর্তে সংসারে চলছে তীব্র সংকট। খাবারের জন্য ঘরে নেই একে বারেই কিছু। নোহা চালক স্বামীর আয়ের করুণ অবস্থা দেখে ৪ সন্তানের কথা ভেবে ৩৩৩ কল করে সরকারি ত্রাণ চাইলেন চালক সুহেল আহমদের স্ত্রী। যেই কথা, সেই কাজ।

কল শেষ হওয়ার কিছু সময়ের মধ্যেই সরকারি নির্দেশনায় সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরের পূর্ব চান্দশিরকাপন গ্রামস্থ খান স’মিলের পার্শ¦বর্তি নোহা চালক সুহেলের বাসায় ত্রাণ নিয়ে হাজির হন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। তিনি চালকের স্ত্রীর হাতে তুলে দেন ত্রাণের ব্যাগটি। এতে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, ১টি সাবান।

এসময় ইউএনও’র সাথে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাহবুব আলম শাওন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..