জাফলং থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

জাফলং থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার

সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং থেকে স্বাধীনতার যুদ্ধের সময়ের একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউপির ছৈলাখেল গ্রামে ছৈলাখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে (কোয়া) ইন্দ্রিরা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে কোয়া নির্মাণ করার সময় স্থানীয়রা ৮০ এম এম এ মর্টার শেলটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোয়াইনঘাট থানা পুলিশের পাহাড়ায় মর্টার শেলটি রয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, খবর পাওয়ার পর থেকে থানা পুলিশের পাহারায় মর্টার শেলটি রয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব জানান, মর্টার শেলটি পুরাতন এবং পরিত্যক্ত। মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..